Search This Blog

Friday, January 24


সে
আমাকে তোমার কবিতার মত ঠোঁটে রাখতে হবে,
গভীর ঘুমের বিভোর স্বপ্নেও ,
আমার আত্মায় এসে বসে থাকবে,
আমার হাত ধরে শক্ত করে বলবে,
ভয় কিসের গো ? আমার কোথাও যাওয়া হচ্ছে না তো।
এইতো সেদিনের চিলেকোঠায়,
বেলুন উড়িয়ে দিলে তুমি, কাঁধে মাথা রাখলাম
সেদিনই নিজেকে বলে দিয়েছি
শুধু তুমিই আমার আখাঙ্কা,
তোমাতেই যে আমার সব ইচ্ছে,
তুমিই আমার আমার ফিরে পাওয়া কবিতা,
তুমিই আমার বর্ষার বারি,
তুমিই আমার পারপিউমের সুগন্ধি,
আমার আমিত্বকে দিয়েই দিলাম,
তোমার ভুমিষ্ট হওয়ার দিনই,
হাতের লোকমা অদল-বদল করেই
তোমার তুমিত্বকে নিযে নিলাম |

এইতো আমি শক্ত করে তোমার হাতটি ধরলাম,
আর বললাম ‘’ভালবাসি, বড্ড ভালবাসি’’
(১১ই জুন,২০১৮)

Tuesday, September 5

আমার জন্য সঠিক রাস্তা কোনটা? – বিদেশ, জিআরই, স্বদেশ, বিসিএস, চাকরি?

অনেকের মনেই প্রশ্ন থাকে  আমি জিআরই দেবো নাকি বিসিএস দেবো (নাকি দুটোই দেবো!) বুঝতে পারছি না। নিজেকে খুশি করবো? নাকি পরিবারকে? আমার মন চায় এটা, কিন্তু বাজার বলে ওটা ... ... এই নিয়েই এই পোস্ট।


আমরা খুব সহজে সবাইকে বলে ফেলি  এটা আমার স্বপ্ন। এটা আমার ড্রিম। কিন্তু কেন এটা আমার স্বপ্ন  সেটা জিজ্ঞেস করলে অনেকেই থমকে যাবে। মাথা চুলকোবে। এই লাইনে টাকা আছে এ জাতীয় কথা খুব লেইম অথবা সস্তা শোনায়, তাই আমরা এটা স্বীকার করতে লজ্জা পাই।  

দুঃখজনকভাবে আমাদেরকে বড় করা হয় এভাবে  আমরা নিজেদের জন্য কোন দিকটা ঠিক, এটা নিজেরা কখনো ঠিক করার সুযোগ পাই না। শতকরা আশি ভাগ ছাত্রছাত্রী পিতামাতার চাপে, বড় ভাইবোনের চাপে, বন্ধুদের চাপে কিংবা গত কয়েক বছরের ট্রেন্ডের চাপে সিদ্ধান্ত নেয়। পুরো মনোযোগ দিতে পারে না, নিজেকে খুঁজেও পায় না বলে হতাশায় ভোগে। অনেকের পিতামাতা জানেনই না যে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং ছাড়া পৃথিবীতে আর কোন পেশা আছে। 

তাছাড়াও আমরা হুজুগে জাতি। গত কয়েক বছরে প্রচণ্ড পাবলিসিটি করে বিসিএস নামক বস্তুটিকে আকাশে তুলে দেয়া হয়েছে বলে এখন ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই এটার পেছনে ছোটে অনেক সময় দুঃখজনকভাবে নিজের আণ্ডারগ্র্যাডের পড়াশোনার লাইন কী ছিল এবং কেন ছিল সেটা ভুলে গিয়েই ছোটে, কারণ বাজার বড় কঠিন। বিসিএস ক্যাডার হলে পাওয়ার প্র্যাকটিস করা যায়, এখানে ভবিষ্যৎ আছে ইত্যাদি নানান ঝাপসা কথা বলা হয়। বাস্তবতা হল এই  সরকারী চাকরি করতে গিয়ে শুরুতে তরুণ বয়সী প্রায় সবাই সৎ থাকে, কিন্তু বছর পাঁচেক পরে অনেকেরই বিবেক বেশ দুর্বল হয়ে যায় সিস্টেমের খপ্পরে পড়ে। আর যারা তরুণ বয়স থেকেই অসৎ, তাদের কথা বলাই বাহুল্য (এ সংখ্যাটি নেহায়েত কম নয়, অনেক পরিবারেই সততা বিষয়টি শেখানো হয় না) খাবার টেবিলে বাবা-মায়ের, বা সোশ্যাল অকেশনগুলোতে আত্মীয়স্বজনদের বাঁকা কথার ক্রমাগত চাপে পড়েও অনেকে ভাবে, সরকারী চাকরি ছাড়া আসলে গতি নেই, নিশ্চিন্ত পথ অবলম্বন করাই সমীচীন। আরও আছে। উদ্যোক্তা শব্দটি খুব Cool শোনায়  কিন্তু এর রিস্ক, প্রয়োজনীয় জ্ঞান আর অভিজ্ঞতা এসব চিন্তা করলে অনেক আপাত-আগ্রহী যুবকই পিছিয়ে আসবে। 

জিআরই-টোফেল দিয়ে যারা বিদেশে যায়, তারাও যে স্বপ্ন তাড়া করতে যায় কথাটি সবক্ষেত্রে সত্যি নয় (স্বপ্ন শব্দটি আজকাল বাজারে খুব চলে!)। রিসার্চ করতে গিয়ে অনেকে বিরক্তির একশেষ হয়  কারণ সে রিসার্চ করতে বাইরে আসে নি, এসেছিল টাকা কামাতে; শোনা কথা এই ছিল যে বড় ভাইয়া-আপুরা যারা টিএ-আরএ, তারা অনেক টাকা উপার্জন করে, ডলারে পে-চেক পায় কাজেই আশি দিয়ে গুণ করলে অঙ্কটা অনেক বড় দেখায়! আমি কী নিয়ে রিসার্চ করবো  এটা খুব কম মানুষ আগ্রহ নিয়ে বলে, বেশীরভাগ খুব আগ্রহ নিয়ে বলে সে মাসে কত করে পাবে! 

তাহলে উপায় কী? 
এক্ষেত্রে সম্ভবত একজন ফ্রেশার ছাত্রছাত্রীর অন্যের দেখাদেখিস্বভাব বাদ দিয়ে নিজের সঠিক অবস্থা এবং দুর্বলতা যাচাই করা ভালো কৌশল হবে। মজার ব্যাপার হল, আমরা অন্যদের বিষয়ে আলোচনা নিয়ে এত ব্যস্ত থাকি যে নিজের অবস্থা এবং দুর্বলতা যাচাই করতে বসার সুযোগ তেমন পাই না! নিজের দুর্বলতা নিয়ে চিন্তা থেকে আমরা বেশী চিন্তিত থাকি সহপাঠীর সবলতা নিয়ে। আমরা যখুনি দেখি কেউ বিসিএস দিচ্ছে, আমরাও বিসিএস পড়া শুরু করি। যদি দেখি কেউ জিআরই দিয়ে বিদেশ যাচ্ছে, তখুনি ভাবি  আমারও জিআরই দেয়া দরকার। অর্থাৎ, এটা করা দরকার, ওটা করা দরকার। কেন করা দরকার  এটার উত্তর যদি নিজের কাছে থাকে, তাহলেই সে নিজের রাস্তাটা খুঁজে পাবে (এই পোস্টটার সারবস্তু এই লাইনটিই!)। দুম করে কোথাও ঢুকে পড়া ফ্রেশার ছাত্রছাত্রীদের বদভ্যাস, এটা করার আগে একটু সময় নিয়ে চিন্তাভাবনা করা দরকার। আজ আমি কোথায় আছি তার চেয়েও বড় কথা হল দশ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই। মন কী চায় তার চেয়ে বড় কথা, লজিকলি চিন্তা করলে মন কী চায়? সবকিছুই আমার জন্য  এটা ভাবা যেমন ভুল, কিছুই আমার জন্য নয়  এটা ভাবাও ভুল। 

টেনশন হ্যান্ডল করার অ্যাবিলিটি একজন মানুষের বড় ক্ষমতা। অস্বস্তি নিয়েও যে নিজের প্ল্যান ঠিকঠাক ফলো করতে পারে, সে সাধারণত ঠিক জায়গায় পৌঁছয়। আমরা সবকিছু তৈরি অবস্থায় চাই, এবং কিছুদিন মাঝামাঝি ঝুলে থাকতে হলে অস্থির হয়ে পড়ি। পরিপাকতন্ত্রে গোলমাল দেখা দেয়, পেট নেমে যায়, ভাবতে থাকি অমুক তো চাকরি পেয়ে গেলো। তমুক তো ভিসা পেয়ে গেলো। আমি এখন বাসা থেকে বের হই কী করে, সবাই তো জিজ্ঞেস করে আমি কী করি! কাজেই খুব দ্রুত কিছু একটা (অপটিমাম না, যা তা হোক কিছু একটা) করা বা পাওয়া দরকার। এমন অনেক কেইস আছেযে, ছেলেটি বাইরে যাবার জন্য মন দিয়ে পড়ছিল। হঠাৎ মোটামুটি বেতনের একটা চাকরি পেয়ে যাবার কারণে কাঁচা টাকার লোভে থেকে গেলো। ভাবল, আপাতত এক বছর জব করি, পরের বছর আঁটঘাঁট বেঁধে বাইরে যাবার ট্রাই করবো। কিন্তু পরের বছর সেই ট্রাই করার তেল-চর্বি-মাখন কিছুই অবশিষ্ট থাকে না  আধাখাপচা প্রয়াস সাধারণত ব্যর্থ হয়, হওয়াই স্বাভাবিক। চোখের দেখায় প্রেম, হুট করে বিয়ে বা একটা ঝগড়া থেকেই ডিভোর্স  এসব ব্যাপার যেমন লাভের চেয়ে ক্ষতিই করে, তেমনি ঝোঁকের মাথায় বড় কোন ক্যারিয়ার ডিসিশনও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 

জীবন কাউকেই অপটিমাম কন্ডিশন তৈরি করে দেয় না। জীবনের কিছু অংশ সবাইকেই ভীষণ দুশ্চিন্তায় ও দোটানায় কাটাতে হয় এটাই আমাদেরকে ম্যাচিউর করে। যে খুব সফল এবং সুবিধাজনক পজিশনে আছে ভাবছেন, খুঁজে দেখলে পাবেন তার দুশ্চিন্তা আরও বেশী। কন্ডিশন শুধু ভিন্ন। বাইশ বছর বয়সের একটা ছেলে অনেক জায়গাতেই পাকেচক্রে পড়ে শিখে যায় একটা আস্ত সংসার কী করে টানতে হয়। আবার অনেক পরিবারেই একটা বাইশ বছরের ছেলে শুধুমাত্র শেখে কী করে ডায়াপার ছাড়া চলতে হয়! 

কিছু কঠিন এবং কষ্টকর সিদ্ধান্ত নিতে শেখাই অনেক সময় ব্যবধান গড়ে দেয়  নিজের জন্য সঠিক সিদ্ধান্ত সবসময় কিন্তু আরামদায়ক, সুখকর, বা অন্য সবার জন্য আনন্দময় না-ও হতে পারে! কয়েকটা রাস্তার মধ্য থেকে একটা বেছে নিতে হবে, বাকিগুলো ছাড়তে হবে (একটা বেছে নেয়া অনেক আরাম, কয়েকটা ছেড়ে দেয়া কিন্তু খুব কষ্ট!)। অনেকে স্বদেশ-বিদেশ সমস্ত কিছু হাতে রাখতে গিয়ে সবকিছুতেই আধাখাপচাভাবে এগোয়, এবং শেষ পর্যন্ত মনে করে, কষ্ট তো করলাম কিন্তু ফল পেলাম না কেন? মনে রাখতে হবে, আজকের যুগে কষ্ট করলেই যে ফল পাওয়া যাবে এমন কোন কথা নেই  কষ্ট কোথায়, কীভাবে, কেন, কে করছে এগুলোর ওপর অনেক কিছু নির্ভর করে। এবং এটাও মনে রাখতে হবে, এভারেজ মানুষদের জন্য জীবন কঠিন রূপেই আসবে। 

সফল হলে অন্যরা অভিনন্দিত করবে, বিফল হলে সেই তারাই আবার বিদ্রূপ করবে  এটাই নিয়ম। এটা মেনে নিতে হবে। জীবনের কাঠিন্য মেনে নেয়া এবং রিয়েলিস্টিকভাবে নিজের গোল সেট করা এটাই হল কৌশল। আমরা বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসি, বড় বড় গোল সেট করতে ভালোবাসি, কিন্তু দীর্ঘমেয়াদে লেগে থাকতে ভালোবাসি না। কিন্তু দীর্ঘমেয়াদে যে মানুষ লেগে থাকতে পারে, স্বভাবতই সে যুক্তিসঙ্গত উঁচু গোল সেট করতে পারে। 

মানুষকে সম্ভবত ধৈর্যের চেয়ে বড় কোন শক্তি দেয়া হয় নি। সবাই শুধু শুরু আর শেষটা দেখে, যাত্রাপথ দেখে না বলেই যত ভুল ধারণার সূত্রপাত হয়। সবাই দেখবে আপনি একটা ভালো চাকরি পেয়ে গেছেন অথবা বাইরে যাবার ভিসা পেয়ে গেছেন  কেউ দেখবে না আপনাকে এর জন্য কতটা খাটতে হয়েছে, কত ঘণ্টা লেগে থাকতে হয়েছে কিংবা কটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলেন যারা আপনার খোঁজও নেয় নি। অন্যদের দেখাদেখিতে অবশ্য কিছু যায় আসে না  যায় আসে আপনার মানসিকতাতে। কাজেই, সেটিতে মনোযোগ দেয়াই কর্তব্য। ভালো সুযোগ বুঝেশুনে নেয়াটা যেমন বুদ্ধির পরিচয়, খারাপ সুযোগগুলো (অর্থাৎ ট্র্যাপগুলো) ভেবেচিন্তে ছেড়ে দেয়াটাও অনেক বিবেচনা এবং ম্যাচিউরিটির পরিচয়। যে পৌঁছে গেছে সে তো গেছেই। যে পৌঁছে যায় নি কিন্তু দড়ি ধরে ঝুলে আছে, তার হাতের জোর এবং মনের জোরই কিন্তু বেশী। 

সবাই নিজের জন্য সঠিক দিকটা খুঁজে পাক। শুভকামনা। 
A realistic plan is always better than a fancy dream. 
স্বপ্ন দেখার দরকার আছে বৈকি, কিন্তু জেগে ওঠারও দরকার আছে। দ্বিতীয়টির দরকার বেশী।

Thursday, August 24

"দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে"



প্রেমে ছ্যাঁকা খেয়ে যে ছেলে কষ্ট ভুলতে গাঁজা খায়, সে ছেলে দুদিন পর আবার প্রেমে পড়ে!
ফেসবুকে ভদ্র সাজলো যে মেয়ে, দুদিন পর তার ভিডিও ফাঁস হয়।
আমরাই গালি দেই শালা হারামজাদা বাস থামালি কেন! সেই আমরাই আবার অন্য কাউকে ভাই ভাই ডাকি!
মাছ বিক্রেতার শরীর থেকে মাছের গন্ধে নাক ছিঁটকাই, সেই লোক একটা পরিবারের অন্য যোগায়! মুচি, মেথর না থাকলে কি হতো ভেবে দেখেছেন!
ছোট বেলায় কারেন্ট ছিলো না বলে মোমবাতি দিয়ে কত রাত পার করলাম, সেই আমরা বড় বেলায় বাতি অফ করে মোমবাতি দিয়ে ক্যান্ডেলাইট ডিনার করে
এক পশলা বৃষ্টির আশায় বসে থাকি ভিজবো বলে, আবার কেউ আকাশে মুখ তুলে থাকে
বৃষ্টি হলে আজ রোজগার বন্ধ!
নারী ছলনাময়ী, নারী বেঈমান, পুরুষ কাপুরুষ, পুরুষ বিশ্বাসঘাতক। অথচ দিনশেষে তাদের নিয়েই এক একটা সংসার!

অনুপ্রেরনা ❤️❤️

🤞🏻ভার্সিটিতে পরাশুনা আর চালানো সম্ভব হবে না বলে যে ভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছিলো, তার কাছে আজ ইউরোপীয়ান ডিগ্রী।

🤞🏻দুই বছর ধরে ৫০ টাকায় দিন পার করা ছেলেটি আজ ৩৫ তম বিসিএসে এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

🤞🏻সাদিয়া নামের মেয়েটির বিয়ে হয়েছে ছয় মাস হলো। “তোমাকে দিয়ে কিছু হবে না” এটা ছেলেটির কানে আজকেও বাজে।

🤞🏻সম্পর্কগুলোর মাঝে আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি তা হলো আমরা জীবনকে সরলরেখা মনে করি।

🤞🏻স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়ে রুমে নিজেকে বন্দী করে যে ছেলেটি চিৎকার করে কেঁদেছিল, সেই ছেলেটি পরবর্তীতে ৬ বার এনবিএ চ্যম্পিয়ন। ছেলেটির নাম মাইকেল জর্ডান।

🤞🏻ছোটবেলায় ৪ বছর কথা না বলতে পারা ছেলেটির শিক্ষকরা তার বাবা মাকে পরামর্শ দিয়েছেল ছেলেটির জন্য বেশি টাকা পয়সা খরচ না করতে। ছেলেটি বেশি কিছু না, মাত্র একটি নোবেল পেয়েছিল। নাম ছিল আইনস্টাইন।

🤞🏻টেলিভিশনের জন্য উপযুক্ত না বলে চাকরি হারানো মেয়েটি ছিলেন অপরাহ উইনফ্রে।

🤞🏻২২ টি একাডেমিক এওয়ার্ড পাওয়া মিকি মাউসের স্রষ্টা ওয়াল্ট ডিজনি পত্রিকার চাকুরী থেকে চাকরীচ্যুত হয়েছিলেন। অভিযোগ ছিলো তার ইমাজিনেশন ক্যাপাসিটি এবং অরজিনাল আইডিয়া নাই।

🤞🏻১১ বছর বয়সে দল থেকে বাদ পড়া হরমোনজনিত সমস্যায় ভোগা ছেলেটির নাম লিউনেল মেসি, ছেলেটি পরে কি হয়েছে সেটা বোধকরি না বললেও হবে।

🤞🏻৩০ বছর বয়সে নিজ কোম্পানি থেকে বের করে দেয়া হয়েছিল যে যুবকটিকে তার নাম স্টিভ জবস।

🤞🏻আমেরিকার ১৬ তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন হাল ছেড়ে দিতে পারতেন ৮ম বার ইলেকশনে ব্যর্থ হওয়ার পর।

🤞🏻আজ হয়তো ছেলেটির পকেট খালি থাকতে পারে, কিন্তু কাল ঠিকই বিশ্বটা আপনার পায়ের কাছে এনে দিবে। বিশ্বাস রাখুন প্রিয় মানুষটির উপর।

🤞🏻একদিন ভোর বেলায় তাকে একা হাটতে বলুন, আরেকদিন আপনি সহ হাটতে বের হোন। প্রথমদিন যদি ১ মাইল হাটে, পরেরদিন দেখবেন ১০ মাইল হাটবে। আপনার মেন্টাল সাপোর্ট তাকে নিয়ে যাবে এভারেস্ট চূড়ায়।

🤞🏻ছেলেদের দুইটা রূপ থাকে। বাইরের রুপটা কর্তৃত্বপরায়ন। পৌরুষত্বের অংহবোধ বজায় রাখতে সদা তৎপর। আর ভেতরে থাকে অনুশাসনে থাকতে চাওয়া একটা কোমল মন।

🤞🏻দিনে এক প্যাকেট গোল্ডলিফ খাওয়া ছেলেটিও চায় কেউ একজন তাকে পড়ন্ত বিকেলে বলুক, কাল থেকে আর সিগারেট খাবা না। সারাদিন হইচই করা ভীষন অমনোযোগী ছেলেটি মাঝরাতে ভাবে, কেউ যদি বলত! “ভাদাইম্মাগিরি অনেক হইছে, এবার পড়তে বসো!”

🤞🏻ভালোবাসার মানুষটিকে চিনতে শিখুন, আস্থা রাখুন, একটু সময় দিন। হাল ছেড়ে দিয়ে সমীকরনটাকে শূন্য দিয়ে গুন দিয়ে সুন্দর সম্পর্কটাকে শেষ করে দেয়ার আগে একটু ভাবুন। দেখবেন শেষের গানের আগেই একটি নতুন ভোর শুরু হবে।
#কালেক্টেড 💜💜💜

Tuesday, July 18

A brief history of beautiful Island- Sandwip Upazila.

Area: 762.42 sq. km
Population (around): 350,000

Population Density: 439 per sq. km
Total Unions: 14
Total Mouzas: 39
Upazila Health Complex: 1

Rivers: Meghna
Hat Bazaar: 32
Post Offices: 26
Crops (main): Paddy, jute, potato, aubergine, patal, betel leaf, betel nut, coconut, peanut, palm, vegetables, sugarcane.
Interesting Places: sea around the upazila.

Sandwip Island in Bangladesh has a great historical legacy. The island itself is about 3000 years old and it has been ruled by many different people over the centuries, including Delwar Khan.

It  is a separated Upazila under Chittagong District in the Division of Chittagong, Bangladesh. It is located at 22°29′ North 91°26.5′ East. It is bounded by Companiganj on the north, Bay of bengal on the south, Sitakunda and Mirsharai, and Sandwip Channel on the east, Noakhali Sadar, Hatiya and Meghna estuary on the west. Naming of “Sandwip” has several opinions among the local people. Some says that it was derived from European word “Sandheap” over time. Other says that 12 Awlia from Baghdad who were travelling to Chittagong discovered this island in the middle of the ocean and found no people. They defined it as “Shunno Dwip” and which eventually became “Sandwip”. And other group argues that “Sandwip” is named after Bakhorganj historian Mr. Beverage’s “Shom Dwip”.



Thursday, December 22

The Academic Word List (Averil Coxhead, 2000): A list of 570 high-incidence and high-utility academic words.

 


IELTS Experience & Guideline


Hello everyone, I would like to share one of the IELTS exam experiences. Hope everybody will be benefited by reading it out.

Preparation Duration- ALMOST 40 Days
Exam Date- 03 December-2016
Exam Centre- IDP, Chittagong 
Score- Band score 7
Reading- 6.5
Listening- 8
Writing- 6.5
Speaking-7,

Study Materials- Pundit IELTS reading sections, Cambridge official book, practice plus and Cambridge IELTS book series (1-11).

Guidelines- Firstly, I had completed Cambridge official book and Pundit IELTS reading sections. Then, for test, I followed both the practice plus and Cambridge IELTS book series (1-11).
I bet if anyone follow this guideline, she or he will get minimum 7.

Way to practice listening :

  •  Just give the test


  • Listen whole test pointing the typescript ( Normally found backside of the book).


  • Give the test again and try to catch whole script.


  • Finding out on which words you have problem to understand and note it down in separate place.
(NB: it will may feel boring to give 100 minutes for a single test, but trust me it's fruitful)

Overall Suggestions:
  • First try to capture the basic and general guidelines to approach every section of all modules.
  • Try to improve your skill in every module by practicing from Cambridge books. Do not ignore your weakness.  
  • First finish book 5 to 8. Then finish book 1-4 (depends on your time). Keep book 9 to practice just few days before your exam. As it’s the latest book. You will be familiar with current question types. 
  • Target for at least band 7 in every section. 
  • If you have good foundation in English and you are confident about that you can skip attending coaching centers. But if you are weak in English or don’t have enough confidence you can join coaching center. 
  • Take the time to develop and improve your skills in every section. Do not hurry. Also do not waste a lot of time. Practice enough to do good result. 
  • Give some full model tests. It will increase your endurance and ace your performance in real exam.