সে
আমাকে তোমার কবিতার মত ঠোঁটে রাখতে
হবে,
গভীর ঘুমের বিভোর স্বপ্নেও ,
আমার আত্মায় এসে বসে থাকবে,
আমার হাত ধরে শক্ত করে বলবে,
ভয় কিসের গো ? আমার কোথাও যাওয়া হচ্ছে
না তো।
এইতো সেদিনের চিলেকোঠায়,
বেলুন উড়িয়ে দিলে তুমি, কাঁধে মাথা
রাখলাম
সেদিনই নিজেকে বলে দিয়েছি
শুধু তুমিই আমার আখাঙ্কা,
তোমাতেই যে আমার সব ইচ্ছে,
তুমিই আমার আমার ফিরে পাওয়া কবিতা,
তুমিই আমার বর্ষার বারি,
তুমিই আমার পারপিউমের সুগন্ধি,
আমার আমিত্বকে দিয়েই দিলাম,
তোমার ভুমিষ্ট হওয়ার দিনই,
হাতের লোকমা অদল-বদল করেই
তোমার তুমিত্বকে নিযে নিলাম |
এইতো আমি শক্ত করে তোমার হাতটি ধরলাম,
আর বললাম ‘’ভালবাসি, বড্ড ভালবাসি’’
(১১ই জুন,২০১৮)